নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের ডেপুটেশন প্রদান

Dec 24, 2025

নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের ডেপুটেশন প্রদান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারীকের নিকট ডেপুটেশন প্রদান করল টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা। এদিন তারা জানান ,নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা নীরব ভূমিকা পালন করায় তারা শংকিত ।

২০২৪ সালে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তি মূলে ২০২৫ সালের ২৭ এপ্রিল টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা গ্রহণ করা হয় ।পরীক্ষার ফল প্রকাশ হলে পরে দেখা যায় টেট ওয়ান পরীক্ষায় পাস করেছেন ৩৬৮ জন পরীক্ষার্থী। অপরদিকে টেট  টু পরীক্ষায় পাস করেছেন ১৪৮৮ জন ।ফলপ্রকাশের পর ভেরিফিকেশন এবং শংসাপত্র প্রদান নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়। এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত  প্রক্রিয়া শুরু হয়নি। কি কারনে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে তা জানতে ও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজ্য সরকারের বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে ,বর্তমান সময়ে ইউ জিটিতে শূন্য পদের সংখ্যা ১৬০৬ টি। অপরদিকে জিটি অর্থাৎ গ্রাজুয়েট টিচারে শুন্য পদের সংখ্যা ২৭০৩ টি ।ইউ জি টি এবং জিটি সবমিলিয়ে শূন্য পদের সংখ্যা ৪ হাজার ৩০৯ টি। অপরদিকে সম্প্রতি প্রকাশিত টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার ফলাফলে মোট পাসের সংখ্যা ১ হাজার ৮৫৬ জন। সুতরাং এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোন ঝামেলা থাকতে পারেনা। টেট কোয়ালিফাইড পরীক্ষার্থীদের মতে ,এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা নিরব ভূমিকায় রয়েছেন ।মন্ত্রীদের নীরব ভূমিকা তাদের আশঙ্কার অন্যতম কারণ বলে জানা গেছে।