কেকমা ছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং আগরতলার অশ্বিনী নেত্রালয় ও দা ফ্রেম স্টুডিওর সার্বিক সহায়তায় শুক্রবার পঞ্চায়েতে অফিসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

Dec 27, 2025

কেকমা ছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং আগরতলার অশ্বিনী নেত্রালয় ও দা ফ্রেম স্টুডিওর সার্বিক সহায়তায় শুক্রবার পঞ্চায়েতে অফিসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কেকমা ছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং আগরতলার অশ্বিনী নেত্রালয় ও দা ফ্রেম স্টুডিওর সার্বিক সহায়তায় শুক্রবার পঞ্চায়েতে অফিসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে পঞ্চায়েত এলাকার ব্যাপক অংশের লোক চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে বিনামূল্যে চোখের যাবতীয় পরীক্ষা শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তাছাড়া যাদের চোখে ছানি রয়েছে এবং যাদের আয়ুষ্মান গার্ড রয়েছে তাদের আগরতলায় নিয়ে গিয়ে অশ্বিনী নেত্রালয়ে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। এই চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান রুম্পা শুক্ল দাস, পঞ্চায়েতের সদস্য রাজু দেব, সচিব সুশান্ত দেব সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সচিব সুশান্ত দেবনাথ।এই চক্ষু চিকিৎসা শিবির কে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয়।

 

বিভাগ

সর্বশেষ খবর