বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় ব্রীকস সলিং এর রাস্তা নির্মানের কাজ নিন্ম মানের অভিযোগ উঠে আসলো।

Dec 27, 2025

বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় ব্রীকস সলিং এর রাস্তা নির্মানের কাজ নিন্ম মানের অভিযোগ উঠে আসলো।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বাইখোড়া পূর্ত দপ্তরের অধীনে অধীকাংশ কাজ নিম্ন মানের হচ্ছে বলে অভিযোগ উঠেআসছিলো । জোলাইবাড়ী ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত প্রায় সময়  বাইখোড়া পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজথেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠে আসছে। স্থানীয় লোকজনদের অভিযোগ তাপস দত্ত প্রতিটি কাজথেকে ঠিকেদারের কাছথেকে অর্থ সংগ্রহকরে।  এতেকরে ঠিকেদাররা সবকয়টি কাজ অনায়হাসে নিম্নমানের করেযাচ্ছে বলে অভিযোগ উঠেআসছে।  এই অভিযোগের সত্যতা পাওয়াগেলো বেতাগা বিকর্ন বৈদ্যপাড়ায়।  রাজ্যসরকারের উন্নয়নমূলক কাজথেকে বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় জাতীয় সড়কথেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত একটি ব্রীকস সলিং এর রাস্তার নির্মান কাজবরাদ্ধকরাহয়। অমর পুরের অজয় ঘোষ নামেএক ঠিকেদার এই কাজের দায়িত্ব নেয় বলে জানান স্থানীয়রা।  স্থানীয় লোকজনের দাবী নিম্ন মানের ইট ব্যাবহারকরে এই রাস্তা নির্মানকরাহচ্ছে।  রাস্তায় একটি গাড়ী উঠলে রাস্তা ভেঙ্গেপরছে। বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বিষয়টি জেনেও উনারা নিরব দর্শকর ভূমিকা পালনকরছে।  উনাদের নিরবতার পিছনে দেখাদিচ্ছে প্রশ্ন চিহ্ন।  এই রাস্তাটি নির্মানের কাজ  নিম্ন মানের হবারফলে স্থানীয় লোকজনেরা প্রতিবাদ শুরুকরেছে এবং গুনগতমান বজায়রেখে কাজটি সম্পূর্ন করার দাবী তোলেন স্থানীয়রা।

বিভাগ

সর্বশেষ খবর