Dec 27, 2025
আমবাসা লালছড়িস্হিত বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের উদ্যোগে ২৬ ডিসেম্বর পালিত হল ব্যাগলেস ডে। অর্থাৎ স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যাগ বিহীন স্কুলে আসার উপর যথেষ্ট তৎপর স্কুল কর্তৃপক্ষ। ব্যাগলেস দিনটি পালন করতে গিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা আমবাসা বাজারে আসা জনজাতি স্তরের ব্যবসায়ীদের হাতে হাতে তুলে দিলেন সাবান। দিনটির তাৎপর্য তুলে ধরেন স্কুলের ইনচার্জ শিক্ষক স্বপন নম। এমন একটি দিনে সামাজিক কাজ করতে পেরে যথেষ্ট আনন্দিত স্কুলের ছাত্র-ছাত্রীরাও।
Copyright ©2025 | News Tripura