তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের প্রেক্ষাপট নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Jan 05, 2026

তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের প্রেক্ষাপট নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সংরক্ষণের ফসল কিভাবে আরো বেশি করে পাওয়া যায় সেই পথ নির্ধারণের লক্ষে ত্রিপুরা ট্রাভেল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম ,ত্রিপুরা এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং তিপ্রা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরার যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।

 

মুক্তধারা প্রেক্ষাগৃহে রবিবার এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। ত্রিপুরা ট্রাইবেল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম ,অল ত্রিপুরা এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং তিপ্রা  ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা'র যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয় ।এই সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল এসসি এসটি সংরক্ষণ ,বর্তমান প্রেক্ষাপট ,চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ । এই সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং মন্ত্রী সুধাংশু দাস । এই সেমিনার প্রসঙ্গে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান ,সংবিধান মজবুত করার লক্ষ্যে ,পিছিয়ে পড়া জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে ।এসটি এবং এস সি সমাজের স্বার্থেই এই সেমিনারে আলোচনা হবে ।মন্ত্রী অনিমেষ দেববর্মা আরো জানান ,আমাদের দেশে এবং রাজ্যে সংরক্ষণ অনেকটাই সফল হয়েছে ।সংরক্ষণের ফসল আরো বেশি করে কিভাবে পাওয়া যায় তা নিয়েই এই সেমিনারে আলোচনা হবে।

 

এই সেমিনার প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস বলেন ,সেমিনারে তপশিলি জাতি এবং তপশিলি জনজাতিদের সাংবিধানিক অধিকার গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।এই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি রয়েছে তা নিয়েও আলোচনা হবে ।তিনি আরো জানান ,সরকারের দায়িত্ব হল এস সি এবং এসটিদের সাংবিধানিক অধিকার গুলি যেন একশ শতাংশ সুরক্ষিত থাকে এই দিকে নজর রাখা। এর জন্য রাজ্য সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।

 

এই সেমিনারে সংশ্লিষ্ট সংগঠনগুলির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।