গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ,

Jan 06, 2026

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ,

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ, থানা এলাকার লেম্বুছড়া এলাকা থেকে তিনটি প্লটে মোট পাঁচশ গাঁজা গাছ ধ্বংস করে। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি অজিত দেববর্মা, তাছাড়া ছিলেন সি.আর.পি.এফ, টি.এস.আর এবং তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তেলিয়ামুড়া থানার একটি নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, এই গাঁজা বাগানটির মালিক প্রিয়লাল সরকার। এই প্রিয়লাল সরকার জগদীশ সরকার হত্যা মামলার মূল আসামী। বিগত কয়েক বছর পূর্বে একই এলাকার জগদীশ সরকার নামের এক যুবক প্রিয়লাল সরকারের বোনের সঙ্গে প্রণয় ঘটিত কোনো এক সম্পর্কের জের ধরে ঘরে বস্তাবন্দি করে পিটিয়ে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

           যদিও এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে থাকা সেকেন্ড ওসি অজিত দেববর্মা জানিয়েছেন, আগামী দিনে তেলিয়ামুড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সোমবারের এই অভিযানে আনুমানিক এক থেকে দুই লক্ষাধিক টাকার গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছে।