দুই বছর ধরে স্কলারশিপ পাচ্ছেননা ওবিসি ছাত্রছাত্রীরা,ক্ষোভ

Jan 06, 2026

দুই বছর ধরে স্কলারশিপ পাচ্ছেননা ওবিসি ছাত্রছাত্রীরা,ক্ষোভ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

টাকা নেই দপ্তরে, তাই ২০২৩-২৪ এবং ২৪-২৫ অর্থবর্ষে ওবিসি স্কলারশিপ থেকে বঞ্চিত রয়েছেন ছাত্র-ছাত্রীরা ।স্কলারশিপের দাবিতে সোমবার সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা ওবিসি দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী কে ঘেরাও করে বিক্ষোপ্রদর্শন করেন।

 

ডবল ইঞ্জিনের সরকারের আমলে অর্থ রাশির কোন অভাব হয় না ।অর্থের অভাবে কোন প্রকল্প থেমে থাকে না ।এ সমস্ত কত কথাই বলে বেড়ান মন্ত্রী বাহাদুররা। কিন্তু কার্যক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে অন্য বিষয়     ।        ২ টি অর্থ বর্ষ পেরিয়ে গেলেও স্কলারশিপ পাচ্ছেন না ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ।স্কলারশিপের টাকা না পাওয়ায় তাদের পঠন-পাঠনে ব্যাঘাত ঘটছে। এর জন্য প্রতিদিন তারা ওবিসি দপ্তরের অধিকর্তার নিকট দাবি জানাচ্ছেন ।কিন্তু তিনি এক এক সময় এক এক ধরনের কথা বলছেন বলে অভিযোগ । কাউকে বলছেন, টাকা নেই ,তাই স্কলারশিপ দেওয়া যাচ্ছে না। আবার কাউকে বলছেন আগামী সপ্তাহের মধ্যে স্টাইপেন্ড পেয়ে যাবেন। বঞ্চিত ছাত্রছাত্রীরা সোমবার স্টাইপেন্ড প্রদানের দাবিতে ওবিসি দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীর সাথে দেখা করেন ।আধিকারিকের  কথায় কোন সঙ্গতি খুঁজে না পেয়ে তারা তাকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন এক ছাত্রী জানান, তারা স্টাইপেন্ডের টাকা পাচ্ছেন না ।দপ্তরে টাকা নেই বলে জানাচ্ছেন আধিকারিক। এই নিয়ে তারা বিব্রত রয়েছেন ।স্টাইপেন্ড না পাওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিষয়টি তাদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করছে।

 

এদিকে সোমবার ওবিসি ভূক্ত ছাত্রছাত্রীরা স্টাইপেন্ডের জন্য অধিকর্তার সাথে দেখা করতে গেলে বাঁধে আরেক বিপত্তি ।অধিকর্তার দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী মুখে পান ও গুটখা  ঠেলে বিশ্রী ভাবে কথা বলছিলেন ।মুখ থেকে গুটখা ও পানের পিচকি তাদের শরীরে গিয়ে পড়ছিল ।এই ঘটনায় ছাত্রছাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।বিষয়টি তারা অধিকর্তার কাছে বিস্তারিত তুলে ধরেন।