এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধার

Jan 06, 2026

এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধ ধজ্ঞ মৃতদেহ উদ্ধার ঘটনা রাজধানী সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত কালী কিলার একটি রাবার বাগানে ধারণা করা হচ্ছে ২৫ থেকে ২৬ বছরের এই মহিলাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে দেহে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 

এক মহিলার অর্ধ দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনা সোমবার রাজধানী সংলগ্ন শ্রীনগর থানাধীন কালীতিলা এলাকার একটি রাবার বাগানে রাবার বাগানটি জনৈক রঞ্জিত সাহার এলাকাবাসীর ধারণা     ২৫ থেকে ২৬ বছরের এই মহিলাকে ধর্ষণের পর দুর্বৃত্তরা গলা টিপে হত্যা করে রাবার বাগানে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সোমবার সকালে অন্যান্য দিনের মতোই রঞ্জিত সাহার রাবার বাগানে কাজ করতে যান এক যুবক এই যুবকটি প্রথমে দেখতে পান একটি শুকনো পাতা দিয়ে ঢাকা একটি মৃতদেহের হাত নিয়ে কুকুর টানাটানি করছে, সামনে যেতেই অগ্নি দগ্ধ গোটা দেহ দেখতে পান তিনি সাথে সাথে তিনি বাগান থেকে রাস্তায় এসে স্থানীয়দের জানান স্থানীয়রা শ্রীনগর থানায় খবর দেন যুবকটি আরো জানান এই ধরনের ঘটনা এই বাগানে এর আগে আর ঘটেনি।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ সংশ্লিষ্ট এলাকাটি শ্রীনগর থানা থেকে এক কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত পুলিশ ঘটনার সত্যতা খুঁজে পায় এরপর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম থানার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ ফরেনসিক বিশেষজ্ঞ দল ডগ স্কোয়াদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য আধিকারিক শ্রীনগর থানার আধিকারিক জানান মৃতদেহটি কোন এক বিবাহিত মহিলার। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

 

রাবার বাগান থেকে অর্ধর ধগ্দ এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কালী টিলা সহ শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা দুষ্কৃতিকারীরা সংশ্লিষ্ট এলাকার হতে পারে ঘটনাস্থলটি জনমানব হীন।এই নির্জনতার সুযোগ নিয়েছে দুস্কৃতীরা।