সম্প্রতি আসামের গৌহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট লেভেলের এক ফ্যাশন শো।

Jan 06, 2026

সম্প্রতি আসামের গৌহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট লেভেলের এক ফ্যাশন শো।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সম্প্রতি আসামের গৌহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট লেভেলের এক ফ্যাশন শো। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন উত্তর ত্রিপুরার ধর্মনগরের কন্যা মধুমিতা দেবনাথ। সাতটি রাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘Miss Teen North East India’ প্রতিযোগিতায় তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে সম্মানিত করা হয়। মধুমিতা দেবনাথ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার দিঘলবাক নেতাজীপাড়া এলাকার বাসিন্দা। অসমাঞ্জ দেবনাথ ও অপর্ণা গোস্বামী নাথের কন্যা এবং গোল্ডেন ভ্যালি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

 

 

 

নর্থ ইস্ট মঞ্চে সাফল্য—প্রতিযোগিতায় সম্মাননা অর্জন মধুমিতা দেবনাথের*

 

 

সম্প্রতি আসামের গৌহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট লেভেলের এক ফ্যাশন শো প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন উত্তর ত্রিপুরার ধর্মনগরের কন্যা মধুমিতা দেবনাথ। সাতটি রাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘Miss Teen North East India’ প্রতিযোগিতায় তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে সম্মানিত করা হয়।

মধুমিতা দেবনাথ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার দিঘলবাক নেতাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি অসমাঞ্জ দেবনাথ ও অপর্ণা গোস্বামী নাথের কন্যা এবং গোল্ডেন ভ্যালি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।উল্লেখযোগ্যভাবে, এর আগেও মধুমিতা নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে বিভিন্ন মঞ্চে। তিনি ‘Tripura’s Got Talent Hunt’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পর্বে চমৎকার দক্ষতার পরিচয় দেন। পাশাপাশি ‘The Vision of Tripura’ প্রতিযোগিতার Miss Teen – Best of the Best বিভাগে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁকে Certificate of Achievement প্রদান করা হয়।এই সাফল্যে মধুমিতার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং সাংস্কৃতিক মহলে খুশির আবহ ছড়িয়ে পড়েছে। আয়োজক সংস্থাগুলির পক্ষ থেকেও তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।মধুমিতা দেবনাথের অভিভাবকরা জানান, মেয়ের এই সাফল্যে তাঁরা গর্বিত এবং আগামী দিনে আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তাঁরা সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে যাবেন।