রাজধানীর দুগ্গা বাড়িতে রবিবার নবগ্রহ যজ্ঞ হয়। মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ এর পক্ষ থেকে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উপস্থিত ছিলেন মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ এর পক্ষে ডাক্তার সোমা চৌধুরী, জয়ন্ত ভট্টাচার্য সহ অসংখ্য রিসোর্স ভক্তরা ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সাধু এবং সন্ততিরা ।এদিন এই নবগ্রহ যজ্ঞের উদ্বোধন করে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, অ্যাস্ট্রোলজির সাথে মেডিকেল সাইন্স এর সম্পর্ক অত্যন্ত নিবির। এই সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই ডাক্তার সোমা চৌধুরী ও অন্যান্যদের এই ধরনের আয়োজন। তিনি জানান ,দুগ্গা বাড়িতে নবগ্রহ যজ্ঞের পাশাপাশি গীতাযজ্ঞের আয়োজন করা হবে। চলবে সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।