Jan 05, 2026
আজ রাজ্যের বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনের শ্রদ্ধাঞ্জলি উদ্দেশ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে। এই স্মরণসভা টির নাম দেওয়া হয় "নাগরিক স্মরণ সভা"।ভারতীয় জনতা পার্টির ৫৬ ধর্মনগর মন্ডলের উদ্যোগে আজকের এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
আজকের এই সভায় ধর্মনগর মন্ডলের সকল স্তরেরনেতা-নেত্রীসাধারণ মানুষ সহ কমলপুরের বিধায়ক মনোজ কুমার দেবও উপস্থিত ছিলেন।
বাইট ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল নাথের.....
Copyright ©2026 | News Tripura