হিন্দু সমাজকে একত্রিত করা, তাদের সংস্কৃতি ও ধর্ম রক্ষা করা এবং বিশ্বজুড়ে হিন্দুদের মধ্যে ঐক্য স্থাপন করা লক্ষে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব হিন্দু সম্মেলন। আজ দুপুরে খোয়াই বিমানবন্দরের মাঠে আয়োজিত হয় এই হিন্দু সম্মেলন।হিন্দু সম্মেলন আয়োজন সমিতির উদ্যোগে, হিন্দু সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে খোয়াই বিমানবন্দর মাঠে ভারত মায়ের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে হিন্দু সম্মেলনের সূচনা হয়।এদিন সনাতনের রীতিনীতি মেনে হিন্দু সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে নাচ, গান, নৃত্যের মূর আয়োজিত হয় সম্মেলনটি। এদিন আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ থেকে আগত যোগী রোহতাশ নাথ, অসীমানন্দ মহারাজ সহ অন্যান্যরা। এদিন ভালো সংখ্যায় সনাতনী হিন্দুদের উপস্থিতির পরিলক্ষিত হয় ময়দানে।
এই সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ধর্মের লোকেরা সংকীর্তন করে মিছিল করে বিমানবন্দরের মাঠে এসে জড়ু হয়।