লুই ব্রেইলের জন্মজয়ন্তী পালন করলো অল ত্রিপুরা ব্লাড কমিটি

Jan 05, 2026

লুই ব্রেইলের জন্মজয়ন্তী পালন করলো অল ত্রিপুরা ব্লাড কমিটি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ব্রেইল পদ্ধতির জনক লুই ব্রেইল এর ২১৮ তম জন্মজয়ন্তী পালন করল অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। এই উপলক্ষে আগরতলা প্রেসক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার লুই ব্রেইলের জন্মদিন। তিনি দৃষ্টিহীন দিব্যাঙ্গদের  লেখার পদ্ধতি ব্রেইল পদ্ধতির জনক। এটি ছয়টি উত্তল বিন্দুর উপর ভিত্তি করে তৈরি, যা স্পর্শের মাধ্যমে অক্ষর শনাক্ত করতে সাহায্য করে। এ বছর তার ২১৮ তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে বিশ্বজুড়ে। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি লুই ব্রেইলের ২১৮ তম জন্ম জয়ন্তী উদযাপন করে ।এই উপলক্ষে আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক জানান, লুই ব্রেই ছিলেন দৃষ্টিহীন দিব্যাঙ্গজনদের অক্ষর লেখার মহান সৃষ্টিকর্তা। তার জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের নর্থ ইস্ট প্যারা অলিম্পিকে সফল খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে ।এর পাশাপাশি নব দিগন্ত ক্লাব এবং অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি মিলে দৃষ্টিহীনদের যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেই প্রশিক্ষণে সবচেয়ে সফল প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ প্রদান করা হবে।

 

এদিন এই অনুষ্ঠান উপলক্ষে দৃষ্টিহীন দিব্যাঙ্গজনদের মধ্যে মিউজিকাল চেয়ার সহ অন্যান্য আকর্ষণীয় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।