তিন দিনের ত্রিপুরা সফরে আসছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jan 23, 2026

তিন দিনের ত্রিপুরা সফরে আসছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ডোনার মন্ত্রণালয়ের অর্থানুকূল্যে গৃহীত একাধিক প্রকল্পের শিলান্যাস করতে বৃহস্পতিবার তিন দিনের ত্রিপুরা সফরে আসছেন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগরতলা, মাতারবাড়ি ,ধর্মনগর এবং নারকেল কুঞ্জে সংশ্লিষ্ট প্রজেক্টগুলির শিলান্যাস করবেন তিনি ।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 

একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিন দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার থেকে শুরু হবে তার তিন দিনের রাজ্য সফর। শুক্রবার আগরতলায় একাধিক অনুষ্ঠান রয়েছে তার ।মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে বৈঠক ।রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। এরপর উদয়পুরের মাতারবাড়ি যাবেন ডোনার মন্ত্রী ।সেখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি ।সেখানে একটি দ্বিতল কার পার্কিং সেন্টারের শিলান্যাস করার কথা রয়েছে ডোনার মন্ত্রীর। এদিন রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ।তিনি আরো জানান ,শনিবার ডোনার মন্ত্রী উত্তর জেলায় যাবেন ।সেখানে আগর সংক্রান্ত ক্লাস্টার  ম্যানেজমেন্টের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি ।সেখান থেকে যাবেন ঊনকোটিতে ।ঘুরে দেখবেন ঊনকোটি পর্যটন স্থল ।এর উন্নয়ন নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন তিনি ।এরপর আমবাসা হয়ে সন্ধ্যা রাতে নারিকেল কুঞ্জে চলে যাবেন ডোনার মন্ত্রী ।সেখানে রাত্রি যাপন করবেন তিনি।

 

সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র আরো জানান ,মাতারবাড়ি কে কেন্দ্র করে পর্যটনের একটি বহু কোটি টাকা মূল্যের প্রজেক্ট হাতে নিয়েছে ডোনার মন্ত্রণালয় ।আগামী ২৫ জানুয়ারি নারিকেল কুঞ্জে এর উদ্বোধন করবেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ।মাতারবাড়িকে সার্কিট করে এই প্রজেক্ট গ্রহণ করা হয়েছে ।নারিকেল কুঞ্জ থেকে তিনি সোজা চলে যাবেন এমবিবি বিমানবন্দরে। সেখান থেকে বিমানে করে গোহাটির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন ডোনার মন্ত্রী।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে ২৬ কোটি টাকা মূল্যে ত্রিপুরায় প্রথম আগর প্রসেসিং ইউনিট নির্মাণ হতে চলছে উত্তর জেলার কদমতলা ব্লকের অন্তর্গত বড়গোল এলাকায়। একটি আগর মার্কেটও নির্মাণ করা হবে ।এ দুটি প্রজেক্টের শিলান্যাস করবেন ডোনার মন্ত্রী ।এছাড়া মাতারবাড়ি কে সার্কিট করে আরো বড় একটি পর্যটন প্রকল্প হাতে নিয়েছে ডোনার মন্ত্রণালয় ।এই প্রজেক্টের অর্থমূল্য প্রায় 258 কোটি টাকা ।নারিকেল কুঞ্জে ডোনার মন্ত্রী নিজ হাতে এই প্রকল্পের শিলান্যাস  করবেন।

বিভাগ