ধলাই জেলাশাসকের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির

Jan 23, 2026

ধলাই জেলাশাসকের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে এবং আমবাসা ব্লাড ডোরস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ধলাই জেলাশাসকের অফিস প্রাঙ্গনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবির শুরুর পূর্বে জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত হয় পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জেলাশাসক দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে আলোচনা করেন জেলাশাসক বিবেক এইচ বি । এরপর অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ফিতা কেটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক বিবেক এইচ বি । বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন বাৎসরিক ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে উনাদের এই রক্তদান শিবিরের আয়োজন। তিনি বলেন এ রক্তদান শিবিরের মাধ্যমে ১০০ ইউনিট রক্ত ডোনেট করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। যারা স্বেচ্ছায় রক্তদান করা হবে তাদেরকে উৎসাহিত করার জন্য মন্ত্র প্রদান করা হয়। তিনি আহ্বান রাখেন প্রত্যেক ব্যক্তি যাতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। এতে যেমন রক্তের শূন্যতা হ্রাস করা যায় তেমনি নিজেকেও সুস্থ রাখা যায়। জেলাশাসক জানান আজ এক আলোচনার মাধ্যমে উনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন থেকে যারা রক্তদান করবেন তাদের নাম নথিভুক্ত করা হবে এবং এ রক্তদানের মাধ্যমে যে সকল রোগীর প্রাণ রক্ষা হচ্ছে সে সম্পর্কে একটি রিপোর্ট প্রত্যেক বছর পেশ করা হবে। এতে করে সকলকে রক্তদানে উৎসাহিত করা যাবে। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সকল স্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে এবং রক্তদান করেন।

বিভাগ