২৮ জানুয়ারি উত্তর জেলার ধর্মনগর থেকে চলতি কৃষি মরশুমের দ্বিতীয় পর্যায়ের সহায়ক মূল্যের ধান ক্রয় প্রক্রিয়া শুরু হচ্ছে ।ধানের ক্রয় মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৩ টাকা ৬৯ পয়সা । এবছর ১৮ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে ।এদিন সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা জানান।
২০১৮ সাল থেকে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছিল ।প্রতিবছর দুবার করে এই ধান ক্রয় প্রক্রিয়া চলে ।চলতি কৃষি মরশুমের দ্বিতীয় পর্যায়ের ধান ক্রয় আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ।এ বছর উত্তর জেলার জেলা সদর ধর্মনগর থেকে শুরু হবে এই ধান ক্রয় প্রক্রিয়া ।এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।তিনি জানান, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ে নতুন পলিসি আনা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে তাল মিলিয়ে এই নতুন পলিসির মাধ্যমে ধান ক্রয় করা হবে ।প্রতি কিলো ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা ৬৯ পয়সা। এবছর মোট ১৮ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানান খাদ্য মন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরো জানান ,নতুন সরকার গঠিত হওয়ার পর ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকার ২ লক্ষ ৪৪ হাজার ৩০৩ মেট্রিক টন ধান ক্রয় করেছে ।এই ধান ক্রয় বাবদ রাজ্যের মোট ১ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন কৃষক উপকৃত হয়েছেন। এতে রাজ্যের কৃষকরা মোট ৪৭৯ কোটি ৭১ লক্ষ টাকা পেয়েছেন।