প্রজাতন্ত্র দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Jan 27, 2026

প্রজাতন্ত্র দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এদিন মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী বলেন ,প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য গর্বের বিষয়।

 

গোটা ভারত বর্ষ সোমবার ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে মত্ত ।বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।এদিন সকালে নিজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ,এই দিনটি ভারতবাসীর কাছে গর্বের বিষয় ।প্রতিবছর আমরা এই দিনটি অপেক্ষায় থাকি ।এই দিনেই সংবিধানকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন ,স্বাধীন ভারতবর্ষকে আইন এবং নিরাপত্তার মধ্যে দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্যই এই দিনে সংবিধান কে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে হার্দিক অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

 

এদিন ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে ।এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।