আমবাসা মহাকুমার অন্তর্গত সোমবার পশ্চিম বলরাম গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় জল অর্পণ দিবস। এদিন ডি ডব্লিউ এস আমবাসা ডিভিশনের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পে এই পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া ও দেব পাড়ার বসবাসকারীদের জল জীবন মিশন প্রকল্পে জলের সাপ্লাই প্রদান করা হয়েছিল সেই বিষয়ে পঞ্চায়েতের প্রধানের হাতে সমস্ত নথিপত্র তুলে দেওয়া হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পঞ্চায়েত সমিত ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ, পশ্চিম বলরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান , আমবাসা ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সভাধিপতি সুস্মিতা দাস। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ জলসঞ্চয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জল জীবন মিশন প্রকল্পে সরকারের ভূমিকা তুলে ধরেন। পরবর্তী সময় অতিথীগণ দেব পাড়াতে গড়ে তোলা জলের উৎস স্থল ঘুরে দেখেন ।