বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই খয়েরপুর ফাঁড়ির ব্যারাক

Jan 27, 2026

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই খয়েরপুর ফাঁড়ির ব্যারাক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে থাক খয়েরপুর পুলিশ ফাঁড়ির ব্যারাক ।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। অগ্নিকাণ্ডে ব্যারাকের পুলিশ কর্মীদের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

 

প্রজাতন্ত্র দিবসের দিন বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো খয়েরপুর পুলিশ ফাঁড়ির ব্যারাক ।ঘটনা সোমবার দুপুরে ।পুলিশ ফাঁড়ির উল্টোদিকের একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। সবার নজর ছিল এই ক্রিকেট মাঠের দিকে ।হঠাৎ করে ব্যারাকের ঘর থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখেন স্থানীয়রা ।মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোটা ব্যারাকটি গ্রাস করে ফেলে ।কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ।দুই ইঞ্জিনের দমকল কর্মীরা প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন.। কিন্তু ততক্ষণে ব্যারাকের পুলিশ কর্মীদের যাবতীয় জিনিসপত্র পুরে খাক হয়ে যায়। এদিন এক প্রত্যক্ষদর্শী জানান ,কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি ।মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনেন। নতুবা আগুনের লেলিহান শিখা পুলিশ ব্যারাকের পেছনের বাড়ি ঘরেও ছড়িয়ে পড়তে পারতো ।তিনি আরো জানান ,অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়ার কোন সংবাদ নেই।

 

স্থানীয়দের অভিমত ,ব্যারাকে রান্নার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন হঠাৎ করে খয়েরপুর পুলিশ ফাঁড়ির ব্যারাকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে খয়েরপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।