যথাযোগ্য মর্যাদার সাথে ধলাই জেলা জুড়ে পালিত হল ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। এ বছর প্রজাতন্ত্র দিবসে জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমবাসা দশমী ঘাট মাঠে। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
কুচকাওয়াজে মোট আটটি প্লাটুন অংশ নেয়। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন মন্ত্রী সুধাংশু দাস। এবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ৮৭ জনকে সম্মাননা প্রদান করা হয়।
সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে তিনটি শুভ সূচনা হয় এবং দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। দশমী ঘাট মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও যে অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
জেলাভিত্তিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, জেলাশাসক বিবেক এইচ বি, জেলা পুলিশ প্রধান মিহির লাল দাস সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস স্বাধীনতা ফিরিয়ে আনতে যে সকল বীর সেনানিরা শহীদের মৃত্যুবরণ করেছেন উনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন দেশ আজ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ গোটা বিশ্বে নজির সৃষ্টি করেছে। যারা ভারতের দিকে অন্য দৃষ্টিতে আঙ্গুল তুলছে তাদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যেও ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন সরকার রাজ্যের প্রতিটি অংশের মানুষের সামগ্রিক বিকাশে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। উন্নয়নের প্রশ্নে সকল অংশের মানুষকে তিনি সামিল হওয়ার আহ্বান জানান।
ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।