জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ‘প্রতিশোধ’ আলকারাজের

Sep 06, 2025

জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ‘প্রতিশোধ’ আলকারাজের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ বলেই রেখেছিলেন, ‘প্রতিশোধ চাই’। এই নোভাক জকোভিচের কাছে গেল বছর অলিম্পিকের ফাইনালে হারতে হয়েছিল। এরপর চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারেও তিনি হেরেছিলেন ‘জোকার’ এর কাছেই। শেষমেশ তিনি সে প্রতিশোধটা নিলেনই। সেটাও আবার ২৪ গ্র্যান্ডস্ল্যামজয়ীকে ইউএস ওপেনের সেমিফাইনালে সরাসরি সেটে হারিয়ে। ইউএস ওপেন ফাইনালে জায়গা করে নিলেন অভিজ্ঞ সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে হারিয়ে। সেমিফাইনালে তিনি জিতেছেন ৬-৪, ৭-৬ (৪), ৬-২ গেমে।জকোভিচ লড়াই করেছেন সর্বোচ্চটা দিয়ে। সার্ভ অ্যান্ড ভলি করেছেন, ড্রপ শট মেরেছেন, দুর্দান্ত রক্ষণাত্মক শটে দর্শকদের আসন ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য করেছেন। তবুও ৩৮ বছর বয়সী তারকার পক্ষে তরুণ আলকারাজকে থামানো সম্ভব হয়নি।আলকারাজ ম্যাচ শেষে বলেন, ‘অসাধারণ অনুভূতি হচ্ছে। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। হয়তো আমি এই টুর্নামেন্টে সেরা খেলিনি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলাটা ধরে রাখতে পেরেছি। সার্ভ আমার জন্য আজ অনেক গুরুত্বপূর্ণ ছিল।’সব ধরণের প্রতিযোগিতায় এটা ছিল আলকারাজের টানা অষ্টম ফাইনাল। আর গ্র্যান্ড স্ল্যাম হিসেব করলে এটা চলতি বছরে তার তৃতীয় ফাইনাল। মাত্র ২২ বছর বয়সে তিনি ওপেন যুগে তৃতীয় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সাতটি গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছালেন।অন্যদিকে জকোভিচের জন্য এক ভিন্ন অভিজ্ঞতাই হলো। উইম্বলডনের পর এই প্রথম তিনি বড় টুর্নামেন্টে খেললেন। শারীরিক সমস্যার সঙ্গে লড়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠেছেন তিনি। কিন্তু এই লড়াইয়ে তরুণ আলকারাজের শক্তি ও ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেননি।দ্বিতীয় সেটে একবার আলকারাজের সার্ভ ভাঙতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারেননি জকোভিচ। টাইব্রেক জেতার সুযোগও হাতছাড়া হয়েছে তার।ম্যাচ শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান জকোভিচকে। অনেকেই মনে করেন, এটি হয়তো তার ক্যারিয়ারের শেষ দিকের অন্যতম স্মরণীয় লড়াই। তিনি হাত দিয়ে হৃদয়ের চিহ্ন এঁকে বিদায় জানান দর্শকদের।অন্যদিকে আলকারাজ এখন ফাইনালে। তিনি অপেক্ষায় থাকবেন ইয়ানিক সিনার বা ফেলিক্স অগের-আলিয়াসিমের।