পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

Sep 10, 2025

পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত ভোটে তাকে সরানোর পক্ষে ভোট দেন বেশির ভাগ সদস্য। এর ফলে পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করতে বাইরু নিজেই এ আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন। তবে ফল হয়েছে উল্টো। ভোটাভুটিতে বাইরুর বিরুদ্ধে পড়ে ৩৬৪ ভোট, সমর্থনে ১৯৪। ভোট থেকে বিরত থাকেন ২৫ জন এমপি।ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইরুকে। সোমবারের ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর ইতিমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে।