আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে  জাতীয় সড়ক অবরোধ

Jul 08, 2025

আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    পানিসাগর বাজার স্থিত ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পানিসাগর ব্যাবসায়ী সমিতি,ভারতীয় মজদুর সংঘ এবং স্থানীয় এলাকাবাসীদের যৌথ উদ্দ্যোগে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়।অবরোধ কারিরা জানায় আসাম আগরতলা জাতীয় সড়কের চামটিলা থেকে পানিঠিলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিনত হয়ে মরণ ফাঁদের সৃষ্টি হয়ে রয়েছে।এরই ফলশ্রুতিতে প্রতিদিন ঘটে চলেছে ছোট বড় যান দূর্ঘটনা।অবরোধ কারিরা জানান জাতীয় সড়ক নির্মান সংস্থা এন,এইচ,আই,ডি,সি,এল বিগত কিছু দিন পুর্বে রাস্তায় বড় বড় গর্ত গুলোকে ভরাট করতে গিয়ে অতি নিম্নমানের সামগ্রী ব্যাবহার করাতে পানিসাগর বাজার কমিটির ব্যাবসায়ীরা আপওি জানালে দায়সারা ভাবে কাজটি অসম্পন্ন রেখে চলেযায় নির্মান সংস্থা।বর্তমানে চামটিলা থেকে পানিটিলা এলাকায় জাতীয় সড়কের বেহাল দশার কারনে বাজার ব্যাবসায়ী সহ আশপাশ বাড়ি ঘরের লোকজনদের উষ্টাগত প্রাণ।বাজার কমিটির পক্ষথেকে বার বার স্থানীয় মহকুমা প্রশাসনকে জানানো সত্বেও রাস্তা সংস্কারে এগিয়ে আসেনি কেহই।তাই বাজার কমিটির উদ্যোগে সাড়া দিয়ে ভারতীয় মজদুর সংঘ পানিসাগর শাখা এবং স্থানীয় এলাকার লোকজন সহ যৌথ ভাবে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়।পাশাপাশি ট্রাফিক পয়েন্ট সংলগ্ন সবকটি রাস্তার প্রবেশ পথ অবরোধ করে।এতে করে মুহুর্তের মধ্যেই অবরোধ স্থলের উভয় পাশে শতশত যানবাহন আটকে পড়ে যানঝটের সৃষ্টি হয়।অবরোধ স্থলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছুটে আসে পানিসাগর আরক্ষা প্রশাসনের কর্মকর্তাগন।প্রায় দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেব্বর্মা এর নির্ধেশানুসারে অবরোধ স্থলে ছুটে আসে ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া,ডেপুটি কালেক্টর বিনয় দাস,ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা।অবরোধকারি সহ মহকুমা প্রশাসনের যৌথ আলোচনা ও পর্যালোচনা ক্রমে জাতীয় সড়ক নির্মান সংস্থা এন,এইচ,আই,ডি,সি,এল এর আধিকারিকদের সাথে মোবাইল মারফৎ যোগাযোগ করে অবরোধ কারি ব্যাবসায়ী সমিতি,বি,এম,এস এবং স্থানীয় এলাকার নেতৃত্বদের সাথে আলোচনা ক্রমে আগামী ১২ই জুলাই এর মধ্যে সংস্কার হাত দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করলে অবরোধ কারিরা অবরোধ প্রত্যাহার করে।পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রুপ নেয়।পানিসাগর বিধানসভা জোরে যুগ যুগ ধরে বাম কিংবা রাম সহ মধ্যে খানে কিছুটা সময় জোট সরকারের শাসন কালে পানিসাগর মহকুমা জোরে বিভিন্ন ধরনের সার্বিক দাবি দাবা আদায়ে কোন রাজনৈতিক দলই কোন কর্ণপাত করতে এগিয়ে আসেনি।প্রতিটি ক্ষেএেই সবকটি রাজনৈতিক দল শুধু অবহেলা করে চলেছেন।বিগত দিনে পানিসাগরে অগ্নি নির্বাপক দপ্তরের দাবিতে বাজার পরিচালন কমিটির আন্দোলনের ফলশ্রুতিতে অগ্নি নির্বাপক দপ্তর বসাতে বাধ্য হয় তৎকালীন সরকার।পরবর্তীতে বিগত বাম জামানায় পানিসাগর মহকুমা বাসিকে শীত ঘুমে রেখে রাজনৈতিক লাভালাভ কে হাতিয়ার করে ডি লিমিটেশনে বিবক্ত করতে গিয়ে ব্যাবসায়ী মহলের আন্দোলন সহ জাতীয় সড়ক অবরোধ করে বৃহওর আন্দোলনের হুশিয়ারীর ফলে তৎকালীন সরকারের বিচক্ষণতা ভেস্তে যায়।এর কিছুটা দিন যেথে না যেথেই পানিসাগরে অবস্থিত গোটা উওর পূর্বাঞ্চলের মধ্যে একমাএ শারীরশিক্ষণ মহাবিদ্যালয় টিকে স্থানান্তরিত করে আগরতলাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পানিসাগর ব্যাবসায়ী মহলের তীব্র আন্দোলন সহ জাতীয় সড়ক অবরোধের ফলে সে যাএায় সেই সিদ্ধান্তও ভেস্তে যায়।প্রতিটি ক্ষেএেই পানিসগর ব্যাবসায়ী মহল পানিসাগরের বাজার সহ পারিপার্শ্বিক মৌলিক অধিকার এবং দাবি দাবা আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে এসেছে।বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলাকালীন সময়ে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ণে ডাক ডোল পিটিয়ে উন্নয়ণের দজা উড়ালেও কার্যত যাগাযোগ ব্যাবস্থা গুলোর রক্ষানা বেক্ষনে সরকারি উদ্যোগ অথৈজলে।কোন সরকারের আমলেই পানিসাগর মহকুমা কে গোটা রাজ্যের মানচিত্রে সফল করে তুলতে কোন ধরনের উদ্যোগ সহ সদিচ্ছা দেখাতে এগিয়ে আসতে দেখা যায় নি।শুধু মাএ ভোট বৈতরণি পার হতে গিয়ে যতটুকু করনিয় ততটুকুই দায়সারা ভাবে করে গিয়েছেন।বর্তমানে রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ ফের পুরাতন গন আন্দোলনের সাক্ষ্য বহন করছে।তবে মহকুমা প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দিলেও আগামী ১২ই জুলাই এ রাস্তা সংস্কারে হাত না লাগালে পুনরায় জাতীয় সড়ক অবরোধ সহ বৃহওর আন্দোলনের হুশিয়ারী দেন ব্যাবসায়ী মহল।বাজার পরিচালন কমিটির সভাপতি সম্পাদকেরা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন রাস্তা অবরোধ করে সাধারণ জনগন সহ দূরপাল্লার যান চালকদের হয়রানি করা তাদের উদ্যেশ্য নয়।শান্তি,সম্প্রিতি এবং পরিস্থিতি উওপ্ত করে আন্দোলন নয় সকলের সার্বিক সহযোগিতা নিয়েই আগামী দিনে শান্তি প্রিয় ভাবে আন্দোলনের মাধ্যমে পানিসাগর মহকুমার সার্বিক উন্নয় ও মৌলিক দাবি আদায়ে সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয় হবে।পানিসাগর ব্যাবসায়ী সমিতি,ভারতীয় মজদুর সংঘ এবং পানিসাগর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগনের ঐক্যবদ্ধ প্রয়াসে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা রুখ আন্দোলন ফের আরেকবার বর্তমান শাসকদলীয় নেতৃত্বদের মূখে ঝামা ঘষে দিয়েছে বলে মনে করছেন তথ্য বিজ্ঞ মহল।