ধর্মঘটের প্রস্তুতি হিসাবে আজ সি পি আই (এম )দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা

Jul 08, 2025

ধর্মঘটের প্রস্তুতি হিসাবে আজ সি পি আই (এম )দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আগামী নয় জুলাই বাম ট্রেড ইউনিয়ন গুলোর ডাকা ১৭ দফা দাবিতে ধর্মঘটের প্রস্তুতি হিসাবে আজ সি পি আই (এম )দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করার অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শাসকদল বিজেপি 'র পাল্টা জমায়েত ও মিছিলে
সি পি আই (এম )তাদের কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ করেন দলের জেলা সম্পাদক অঞ্জন দাস। পুলিশ দুই পক্ষের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এস ডি পি ও সমুদ্র দেব্বর্মা, ওসি সঞ্জয় লস্কর ছিলেন সবসময়।  বিজেপি 'র পক্ষ থেকেও একটি মিছিল বের হয় নয় জুলাই 'র ধর্মঘটের বিরোধিতা করে। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক মনোজকান্তি দেব, মন্ডল সভানেত্রী শম্পা দাস, যুব মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি সুব্রত মজুমদার ও মন্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও শ্যামল মালাকার। সি পি আই (এম )পথসভা শুরু করলেও তাড়াতাড়ি তা সমাপ্ত করে ফেলে।