আবারো এক নাবালিকা বিবাহ রোধ করতে এগিয়ে আসলো খোয়াই জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট।

Jul 08, 2025

আবারো এক নাবালিকা বিবাহ রোধ করতে এগিয়ে আসলো খোয়াই জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   সোমবার, খোয়াই জেলা চাইল্ড প্রটেকশন ইউনিটের কাছে একটি খবর আসে যে, তেলিয়ামুড়া থানাধীন মোহড়ছড়া এলাকার ১৫ বছর বয়সী এক নাবালিকা'কে একই থানা এলাকার মহারানীপুর এলাকার বাসিন্দা ভক্ত দাসের ৩২ বছর বয়সী ছেলে রাহুল দাস তার বাড়িতে তুলে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছে। এই খবর পাওয়া মাত্রই খোয়াই জেলা চাইল্ড প্রটেকশন ইউনিটের উদ্যোগে, তেলিয়ামুড়া থানার পুলিশকে সাথে নিয়ে মহারানীপুর এলাকায় সেই ছেলের বাড়িতে অভিযান চালায় এবং ছেলের বাড়ি থেকে নাবালিকা মেয়েটি'কে উদ্ধার করা হয়। বর্তমানে সেই নাবালিকা মেয়েটি চাইল্ড লাইনের তত্বাবধানে রয়েছে। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা চাইল্ড প্রটেকশন অফিসের লিগ্যাল কাম প্রফেসন অফিসার প্রশান্ত দেববর্মা, চাইল্ড হেল্প লাইনের কর্মী অপূর্ব ঘোষ সহ অন্যান্য কর্মীরা।     তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে সমাজে নাবালিকা বিবাহের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা আগামী দিনে সমাজের উপর এক‌ নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে একাংশ শুভবুদ্ধি সম্পন্ন মহলের অভিমত।।