কংগ্রেস ভবনের সামনে পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ

Jul 08, 2025

কংগ্রেস ভবনের সামনে পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বিশ্ব বনোৎসব উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ করেন সদর জেলা কংগ্রেসের নেতৃত্বরা।   এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা সভাপতি তন্ময় রায় বলেন,  পরিবেশ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে গাছ রোপণ অত্যন্ত জরুরি। গাছ কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে। তাই গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আগামী প্রজন্মকেও গাছ রোপণের গুরুত্ব বুঝতে হবে। তাই আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণ করা।  এদিন তিনি আরও বলেন, স্কুল প্রতিষ্ঠানে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এভাবে বৃক্ষ নিধনের মিছিল চলমান থাকলে মানবজীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে। এমনকি, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে আজ সদর জেলা কংগ্রেসের তরফ থেকে পথচারীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।