নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলের প্রথমে বিশেষ ভূমিকা পালন করে সিভিল ডিফেন্স ও আপদামিত্রের সদস্যরা । এদেরকে সঠিকভাবে প্রশিক্ষন প্রদানকরে সঠিকভাবে গড়েতোলার দায়িত্ব হাতেনিলো টি এস আর নবম বাহিনীর জোওয়ানরা। বিগতদিনেও নবম বাহিনীর টি এস আর এর উদ্দ্যোগে অনেক সিভিল ডিফেন্সের সদস্যদের প্রশিক্ষন প্রদানকরাহয়েছে। এরইমধ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে টি এস আর নবম বাহিনীর হেডকোয়াটারে ৫০ জনের নতুন এক ব্যাচের সিভিল ডিফেন্সের সদস্যদের ৭ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুভসূচনা করাহয়। ডিষ্ট্রিক ডিজেষ্টার ম্যানেজম্যান্ট অথরিটি ও নবম বাহিনী টি এস আর এর যৌথ উদ্দ্যোগে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করাহয়। আজকের এই কর্মশালার প্রদীপ প্রজ্বলনেরমধ্যদিয়ে শুভসূচনাকরেন টি এস আর এর আই জি কেরি মারাক। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিতছিলেন দক্ষিন জেলার জেলার জেলাশাসক মহম্মদ সাজদ পি আই এ এস, নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট অলক ভট্টাচার্য্য, ১৪ নং ব্যাটেলিয়াম টি এস আর এর কমানডেন্ট শিশির দাস, ডক্টর শরত দাস এস টি ও ডিষ্ট্রিক ম্যানেজমেন্ট ত্রিপুরা, এই কর্মশালার প্রধান প্রশিক্ষক পিন্টু দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা জানান কেন এই প্রশিক্ষন প্রদানকরাহচ্ছে। এই প্রশিক্ষন পেয়ে সিভিল ডিফেন্সের দায়িত্বে থাকা যুবক যুবতিদের প্রধান কি কি কাজ করনীয় তানিয়ে বিস্তারিত আলোচনাকরাহয়। আজকের প্রশিক্ষন কর্মশালার প্রাকমুহুর্তে নবম বাহিনী টি এস আর জোওয়ানদের শারিরিক চর্চারজন্য নবনির্মিত জীম সেন্টারের শুভ উদ্ভোধন করেন টি এস আর এর আই জি কেরি মারাক। আজকের এই প্রশিক্ষন কর্মশালা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান শরৎ দাস এস টি ও ডিষ্ট্রিক ম্যানেজম্যান্ট ত্রিপুরা। এই কর্মশালায় বিলোনিয়া মহকুমাথেকে ২০ জন শান্তির বাজার মহকুমা থেকে ১৫ জন ও সাব্রুম মহকুমা থেকে ১৫ জন যুবক যুবতি অংশগ্রহন করে। আগামী সাতদিনব্যাপী এদের প্রশিক্ষন চলবে।