Jul 16, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মঙ্গলবার থেকে কমলপুরের গঙ্গা নগরে শুরু হয় রাজ্যভিত্তিক পুরুষ ও মহিলা(সিনিয়রমিট) কাবাডি প্রতিযোগিতা ২০২৫। প্রয়াত বিশ্বজিৎ চ্যাটার্জীর নামে এবারের রাজ্য আসর করা হয়। আজ বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, টুর্নামেন্ট কমিটির সভাপতি কেশব ভৌমিক, সমাজসেবী শম্পা দাস, ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ। জানা যায় রাজ্যের মোট সাতটি পুরুষ দল যার মধ্যে একটি ত্রিপুরা পুলিশের দল ও মহিলাদের পাঁচটি দল অংশ গ্রহণ করেছে উক্ত প্রতিযোগিতায়।
Copyright ©2025 | News Tripura