নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পানিসাগর স্থিত চামটিলাতে অনুষ্ঠিত হয় পানিসাগর মৎস্য দপ্তরের উদ্যোগে এিপুরা সরকার তথা পি,এম,এম,এস,ওয়াই প্রকল্পে এবং এন,এফ,ডি,বি এর আর্থিক সহায়তায় জুরি নদীতে কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছের চারাপোনা মজুত করন অনুষ্ঠান এবং এক দিবসীয় সচেতনতা শিবির।এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস।তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্যা পারমিতা সরকার,পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষিকান্ত দাস,রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী দেব নাথ,পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্বাবদায়ক কামাল হুসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।জুরি নদীতে চারাপোনা মজুতকরণের পূর্বে চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় স্থানীয় এলাকার লোকজনদের নিয়ে উন্মুক্ত জলাশয়ে চারাপোনা মজুতকরণ সহ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের উপর বিশেষ সচেতনতা মুলক কর্মশালা।পরবর্তীতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে চামটিলা স্থিত জুরি নদীতে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রজাতির চারাপোনা মজুতকরণ কর্মসূচি।বিধায়ক সহ উপস্থিত সকল অথিতিদের হাত ধরে জুরি নদীতে চারাপোনা মজুতকরণ অনুষ্ঠান শেষে পোনা গুলোকে সঠিক ভাবে রক্ষনাবেক্ষন এর উপর বিস্তারিত আলোচনা রাখেন বিধায়ক বিনয় ভূষন দাস সহ মৎস্য তত্বাবদায়ক কামাল হুসেন।চারাপোনা গুলোতে মজুত ছিলো রুই,কাতল,মৃগেল,চাপাপুটি এবং জাপানি পুটি জাতীয় উনন্ত প্রজাতির চারাপোনা।বিধায়ক জানান প্রতি বৎসরের ন্যায় এবছরও পানিসাগর মৎস্য দপ্তরের উদ্যোগ উন্মুক্ত জলাশয়ে চারাপোনা মজুতকরণ অনুষ্ঠানের মুল লক্ষই হল,স্থানীয় এলাকার মৎস্য জীবিদের জীবন জীবিকা নির্বাহে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।কিন্ত দেখা যায় যে,মৎস্য দপ্তরের উদ্যেশ্যকে বিঘ্নিত করে একাংশ অসাধু মৎস্য শিকারি সহ চেরা শিকারিরা উন্মুক্ত জলাশয়ে কিটনাশক জাতীয় দ্রব্য ব্যাবহার সহ বৈদ্যুতিক শর্টের মাধ্যমে চারোপোনা গুলোকে অসময়ে মেরে ফেলাতে মৎস্য দপ্তরের উদ্যেশ্য মাঝ পথে থমকে পড়ছে।তাই এই ধরনের মৎস্য শিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সহ সংশ্লিষ্ট দপ্তরের স্মরনাপন্ন হয়ে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহনের আহবান জানান বিধায়ক সহ মৎস্য তত্বাবদায়ক।এই মর্মে বিভিন্ন প্রজাতির মোট দুই লক্ষ চারাপোনা মজুতকরণ করাহয়।মৎস্য তত্বাবদায়ক জানান সমগ্র রাজ্য জুরে আগামীদিনে চারপোন মজুতকরণে আরও অধিক পরিমানে চারপোনা মজুতকরণের চিন্তাভাবনা নিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর।