দুইপাশ দখল করে নিজেদের মর্জিমাফিক ব্যবসা করে চলেছে এলাকার কৃষক এবং জুমিয়ারা।

Sep 16, 2025

দুইপাশ দখল করে নিজেদের মর্জিমাফিক ব্যবসা করে চলেছে এলাকার কৃষক এবং জুমিয়ারা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পাঁচ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয় -এ নির্মিত গন্ডাছড়ার সব্জি মার্কেটকে উপেক্ষিত রেখে গোটা বাজারের মূল সড়কের দুইপাশ দখল করে নিজেদের মর্জিমাফিক ব্যবসা করে চলেছে এলাকার কৃষক এবং জুমিয়ারা। বাজারের মূল সড়কের দুইপাশ দখল করে সম্পূর্ণ বেআইনি ভাবে কৃষক এবং জুমিয়ারা যেভাবে ফুটপাত দখল করে রেখেছে তাতে মার খাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। যান চলাচলে ব্যাঘাত ঘটছে। সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ লোকজনদের। বারবার মহকুমা প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে ক্ষোভে ফুসছে সাধারণ মানুষজন। উল্লেখ্য দীর্ঘ বহু বছর ধরে গন্ডাছড়া মহকুমার কৃষক এবং জুমিয়ারা তাদের জন্য বাজারে কোন নির্দিষ্ট স্থান বা শেডঘর না থাকায় যে যেখানে পারেন গন্ডাছড়া বাজারের মূল সড়ক দখল করে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করে আসছিলো। এতে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হতো স্থানীয় ব্যবসায়ীদের। কারণ স্থানীয় দোকানগুলির দরজাপাট বন্ধ করে বা দোকানে আসা যাওয়ার রাস্তা বন্ধ করে বেদখল করে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করে আসছিলো। এলাকায় দাবী উঠেছিল কৃষক এবং জুমিয়াদের জন্য একটি আধুনিকমান সম্পন্ন পৃথক একটি সব্জি মার্কেট নির্মাণ করে দেওয়া হোক। এলাকার কৃষক এবং জুমিয়াদের দাবী অনুযায়ী বর্তমান রাজ্য সরকারের কৃষি দপ্তর গন্ডাছড়া মহকুমা সদর বাজারের দক্ষিণ পাশে পাঁচ কোটি সাতসট্টি লক্ষ টাকা খরচ করে আধুনিক মানের একটি সব্জি মার্কেট নির্মাণ করে দেন। উক্ত আধুনিক মানের সব্জি মার্কেটটি কয়েকমাস পূর্বে রাজ্যের কৃষি মন্ত্রী ঘটা করে দ্বারোদ্ঘাটন করে সমস্ত কৃষক এবং জুমিয়াদের ওই সব্জি মার্কেটে বসে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য আহ্বান রেখেছিলেন।কৃষি মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে প্রথম প্রথম ১৫/২০দিন সুন্দরভাবেই কৃষক এবং জুমিয়ারা ওই সব্জি মার্কেটে বসে বেচাকেনা করে আসছিলো। কিন্তু এরপর থেকেই কৃষক এবং জুমিয়ারা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে পুনরায় গন্ডাছড়া মধ্য বাজারের স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে মূল সড়কের বিস্তীর্ণ জায়গা বেদখল করে নিজেদের কেনাবেচা শুরু করে দেয়। এতে কোটি কোটি টাকা খরচ করে নির্মিত সব্জি মার্কেটটি খালি হয়ে পড়ে। ওই সব্জি মার্কেটে বর্তমানে ছয়টি দোকান রয়েছে। কৃষক এবং জুমিয়ারা মধ্য বাজারে চলে যাওয়ার ফলে কোন ক্রেতাই এখন ওই সব্জি বাজার মুখো হন না। ফলে সব্জি মার্কেটে থাকা ছয়টি সব্জির দোকানই ব্যবসায় মার খেতে বসেছে। অপরদিকে বাজারের মূল সড়কের দুইপাশের জায়গা যেভাবে বেদখল করে কৃষক এবং জুমিয়ারা বেচাকেনা করে চলেছে এতে পথ চলতি মানুষজন চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যায় পড়ছেন যান চালকরা। ব্যবসায় ক্ষতির সম্মুখীন এখন স্থানীয় ব্যবসায়ীরা।মহকুমা প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আসছে বিশ্বকর্মা পুজো এর কিছুদিন পরই দুর্গাপুজো প্রচন্ড ভীড় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে একটু কড়া মনোভাব না নিলে মধ্য বাজারেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সব্জি বাজার ব্যবসায়ীদের দাবী সমস্ত কৃষক এবং জুমিয়াদের অবিলম্বে সব্জি মার্কেটে আনার ব্যবস্থা করুক মহকুমা প্রশাসন।

বিভাগ