নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পানিসাগর থানাধীন জুরি রিজার্ভ ফরেস্ট সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর জলাবাসা সড়কে ঘটে যায় এক ভয়াবহ যান দূর্ঘটনা।ঘটনার বিবরণে প্রকাশ,কাঞ্চনপুর থেকে টি,আর,০৫ সি,৮৩২৩ নম্বরের একটি গ্লেমার বাইকে চেপে তিন যুবক জলাবাসা অভিমুখে আসতে গিয়ে একটি অটোরিকশার সাথে সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে।সংঘর্ষের ফলে বাইকে থাকা চালক সহ দুই আরোহী বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়।তবে বাইকে থাকা এক আরোহী ভাগ্যের জোরে অল্প বিস্তর আহত হয়ে প্রায় অক্ষত অবস্থায় বেঁচে জায়।ধারনা করা হচ্ছে একটি বাইকে চড়ে তিন জন আসতে গিয়ে ভঙ্গুর রাস্তার গর্তে পড়ে অটোরিকশা টিকে পাশা কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়ে।তবে দূর্ঘটনার পরবর্তীতে বাইকে থাকা যুবকদের দেওয়া তথ্যে অটোরিকশার বিষয়টি উটে আসলেও ঘটনার পরপরই ঘটনা স্থলে উপস্থিত পথচলতি জনগন কিন্ত দূর্ঘটনা স্থলে অটোরিকশা পায়নি।তবে বাইকটি ক্ষতবিক্ষতের পরিমান উপলব্ধি করলে সহজেই অনুমেয় দূর্ঘটনাটি ঘটে প্রচন্ড সংঘর্ষের ফলে।বাইকে থাকা তিন যুবকেরা হলো জীতেন্দ্র নাথ,বয়স ৩০,পিতা রমেশ নাথ,বাড়ি কাঞ্চনপুর,সঞ্জয় দেব নাথ,বয়স ২৬,পিতা হরেন্দ্র দেব নাথ,বাড়ি দেওছাড় এলাকায় এবং অপরজন দীবাকর নাথ,বয়স ৩২, পিতা অজ্ঞাত,বাড়ি কাঞ্চনপুর।ঘটনার পরপরই পথচলতি জনগনের প্রচেষ্টায় খবর পেয়ে দূর্ঘটনা স্থলে পৌছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং ঘটনা স্থল থেকে আহত দুই জনকে নিয়ে আসে জলাবাসা প্রাথমিক হাসপাতালে।জলাবাসা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডঃমনোজিৎ ভৌমিক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের পাটিয়ে দেয় ধর্মনগর জেলা হাসপাতালে।জলাবাসা হাসপাতালের চিকিৎসকের দেওয়া তথ্যে জানা গেছে অগ্নি নির্বাপক দপ্তর কতৃক আহত দুই যুবক কে হাসপাতালে পৌঁছানোর পরবর্তীতে অপর আরেক যুবক এসে নাম নতিভুক্ত করায় এবং চিকিৎসা পরিষেবা গ্রহন করেন।বিশ্বস্ত সুএে খবর একই বাইকে তিন তিনজন যুবক আরোহী হবার আইনি জটিলতা থাকার দরুন এক যুবক অগ্নি নির্বাপক দপ্তরের সামনে আত্মপরিচয় গোপন করে রাখে।দূর্ঘটনার পর পরই ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং দূর্ঘটনা গ্রস্ত বাইকটিকে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে।এই নিয়ে পানিসাগর থানার পুলিশ একটি দূর্ঘটনা জনিত মামলা নিয়ে দূর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।