গাড়ির তেলের ট্যাঙ্ক ব্যবহার করে মাদক সামগ্রী পাচারের সময় কাস্টমসের হাতে আটক

Sep 16, 2025

গাড়ির তেলের ট্যাঙ্ক ব্যবহার করে মাদক সামগ্রী পাচারের সময় কাস্টমসের হাতে আটক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     বিলাসবহুল যাত্রীবাহী গাড়ির তেলের ট্যাঙ্ক ব্যবহার করে মাদক সামগ্রী পাচারের সময় কাস্টমসের হাতে আটক! তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এম.ডি মহিবুল্লাহ নামের যুবক, আটক করা হয় T0625TR2378C নম্বরের একটি যাত্রীবাহী বুলেরো গাড়ি। সূত্রের খবর, আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে T0625TR2378C নম্বরের একটি বুলেরো গাড়ি তেলের ট্যাংকের ভেতরে গোপন চেম্বার বানিয়ে তিন কেজি ইয়াবা মাদক ট্যাবলেট ধর্মনগর থেকে সোনামুড়া সীমান্ত সংলগ্ন এলাকায় পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস তেলিয়ামুড়া সি.পি.এফ-এর আধিকারিকদের হাতে আটক হয় চাকমাঘাট এলাকায়। সেই সঙ্গে এই পাচার কাজে যুক্ত গাড়িটির চালক বক্সনগরের বাসিন্দা এম.ডি মহিবুল্লাহ'কেও আটক করে কাস্টমস আধিকারিকরা। আটককৃত ইয়াবার ট্যাবলেট গুলির বাজার মূল্য তিন কোটি দশ লক্ষ টাকা হবে বলে জানায় এই অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস আধিকারিক।।

বিভাগ