শারদোৎসব কে সামনে রেখে উদয়পুর ইয়ুথ ক্লাবের সাংবাদিক সম্মেলন

Sep 17, 2025

শারদোৎসব কে সামনে রেখে উদয়পুর ইয়ুথ ক্লাবের সাংবাদিক সম্মেলন

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  হাতে আর মাত্র কয়েক দিন বাকি শারদোৎসবের। এরমধ্যে পূজা কে সামনে রেখে উদয়পুর ইয়ুথ ক্লাব মঙ্গলবার সাংবাদিকদের সামনে নিজ ক্লাব ঘড়ে পূজার চারদিন কি কি অনুষ্ঠান করবে সেই সম্পর্কে পূজা কমিটির সম্পাদক দিপঙ্কর দেব বলেন,২৭শে সেপ্টেম্বর শুভ পঞ্চমীর দিন ইয়ুথ ক্লাবের পূজার উদ্বোধন হবে।আলোর দিশারী চিলড্রেন হোমের মামনি কৃষ্ণাজ্যেতি প্রানার হাতধরে পূজার উদ্বোধন হবে।এ ছাড়াও উপস্থিত থাকবেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের ও গোমতী জেলার পুলিশ সুপার ড কিরন কুমার কে। পূজার চারদিন থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।৩০শে সেপ্টেম্বর কলকাতার শান্তি নিকেতন থেকে শিল্পীরা এসে বাউল সংগীত পরিবেশন করবেন। এছাড়া ও থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, থাকবে নানা অনুষ্ঠান।এ বছরের থিম হলো ক্লাবের সবার মনে জল্পনা - ইয়ুথ ক্লাবের আলপনা।