দুর্গোৎসবকে সামনে রেখে বিধায়িকার উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে  এক সভা

Sep 17, 2025

দুর্গোৎসবকে সামনে রেখে বিধায়িকার উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক সভা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে তেলিয়ামুড়ার নেতাজিনগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকার উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে কাটানোর লক্ষ্যমাত্রা'কে সামনে রেখে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রশান কিশান সহ অন্যান্যরা। এদিনের এই সভায় ২০২৪ সালের শারদীয় দুর্গোৎসব কমিটিকে ভেঙে ২০২৫ সালের তেলিয়ামুড়া শারদীয় দুর্গোৎসব কমিটি নতুন ভাবে গঠন করা হয়। তৎসঙ্গে, তেলিয়ামুড়া মায়ের গমন অনুষ্ঠান উদযাপনকে সুন্দরভাবে নির্বিঘ্নে সাফল্যমণ্ডিত করতে মায়ের গমন অনুষ্ঠান পরিচালনা কমিটিও গঠন করা হয়।