নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ৩ দফা দাবির ভিত্তিতে সি আই টি ইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজ এক বিক্ষুব মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ নোয়াপাড়া সি পি আই এম পার্টি অফিস প্রাঙ্গণ থেকে বিক্ষুব মিছিলটি সূচনা হয়। মিছিলে নেতৃত্ব দেন সি আই টি ইউ রাজ্য সহসভাপতি অমিতাভ দত্ত। উপস্থিত ছিলেন সংগঠনের ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক জহরুল হক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জহরুল হক। বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সরকারের ভূমিকার সমালোচনা করে সংগঠনের ৩ দফা দাবিপত্রের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।সভা শেষে পুনরায় মিছিলটি সিপিআই(এম) পার্টি অফিসে ফিরে গিয়ে শেষ হয়।