নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত মঙ্গলবার করবুক মহকুমায় দেবতা মুড়া এলাকায় গভীর রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে একজন মহিলা শ্রমিকের মৃত্যুসহ ১০ জন শ্রমিক আহত হবার ঘটনার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার পর দক্ষিন জেলা থেকে করবুক মহকুমা শিলাছড়ি যাবার পথে একটি কমান্ডার গাড়ি যার নম্বর টি আর ০ ১ এ ২৯৩৫ এটি দুর্ঘটনায় পড়লে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় এল বি এিপুরা নামে এক মহিলা।যার বয়স ২২ বছর।আরো বেশ কয়েকজন আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক এল বি এিপুরা কে মৃত বলে ঘোষণা করে।তার বাড়ি নতুনবাড়ি ডেপাছড়ি এলাকায়। আহত হয়ে শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা নয়জনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।এরা হলো এলি অন এিপুরা (২৫), তানিয়া মগ ।বয়স আড়াই বছর। পালক ত্রিপুরা (৪০), অর্জুন ত্রিপুরা, সায়িত মগ(২৫), কর্মতি মগ(৬), হীরা জমাতিয়া । বয়স আড়াই বছর। সুনীল চাকমা (২৭) তানমাই মগ(২৩) সুনীল চাকমা তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছুটে গেছে। এই ঘটনায় নিহত এলবি ত্রিপুরার পরিবারের নেমে এসেছে সুখের ছায়া।