নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কমলাসাগর বিধানসভার অন্তর্গত গকুলনগর (রাস্তামাথা)তে রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয়ের উপস্থিতিতে ১৩২ কিলো ভোল্ট ক্ষমতাসম্পন্ন পাওয়ার সাব-স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, ব্লক চেয়ারপারসন অতুসী দাস Tptl এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সমাজসেবক কাজল সরকার সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মকর্তাগণ। পরবর্তী সময়ে গকুলনগর খেলার মাঠে এক জনসভায় বিদ্যুৎ দপ্তরে 132 কিলো পাওয়ার সাবটেশন নিয়ে আলোচনা করেন উপস্থিত আধিকারিগণ। পরবর্তী সময়ে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন ত্রিপুরা রাজ্য পুনর মর্যাদা পেয়েছে ৫২ বছর হয়েছে তার মধ্যে কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল দশ বছর এবং ৩৫ বছর ক্ষমতা ছিল সিপিএমের হাতে কিন্তু বিজেপির ক্ষমতায় আছে মাত্র সাত বছর হয়েছে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ দপ্তরে কত আমল পরিবর্তন হয়েছে তা তুলে ধরেন। তাছাড়া এই ১৩২ কিলো মেগা ওয়ার্ড দ্বারা বিশালগড় ও কমলাসাগার বাসীর বিদ্যুৎ নিয়ে আর কখনো যন্ত্রণা ভোগ করতে হবে না। তাছাড়া বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন।