কমিউনিস্ট পার্টির একশ ছয় তম প্রতিষ্ঠা দিবস পালন

Oct 18, 2025

কমিউনিস্ট পার্টির একশ ছয় তম প্রতিষ্ঠা দিবস পালন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   দুনিয়ার মজদুর এক হও" এ শ্লোগান  কে সামসে রেখে  কমিউনিস্ট পার্টির একশ ছয় তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বিলোনিয়া। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার দুপুর বারটা নাগাদ সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ের   কমিউনিস্ট পার্টি একশ ছয় তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসে পার্টির  পতাকা উত্তোলন করেন পার্টির বরিষ্ট  নেতৃত্ব নারায়ণ কর।পতাকা উত্তোলনের পর  শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির জেলা কমিটি সম্পাদক তাপস দও, রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার,  মাহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক,পার্টির রাজ কমিটির সদস্য বিধায়ক  দীপংকর সেন  বিধায়ক অশোক মিত্র, শ্রমিক নেতা আশিষ দত্ত,সহ পার্টির সর্বস্তরের নেতৃত্ব এবং সকল গণসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা । পার্টি পতাকা উদ্ধে  তুলতে গিয়ে যারা বিভিন্ন সময় শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভারতের কমিউনিস্ট পার্টির  প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বিস্তারিত  ভাবে বক্তব্য রাখেন প্রবীন কমিউনিস্ট নেতা নারায়ন কর,এছাড়া তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত এবং সম্পাদক মন্ডলির সদস্য সুধন দাস আলোচনা রাখতে গিয়ে  বলেন  কমিউনিস্ট পার্টি ঘোষণা দিয়ে বলেছিলেন শ্রমিক-কৃষক মেহনতী মানুষের তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কমিউনিস্ট পার্টি সর্বদা জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে গেছে। এদিনের প্রতিষ্ঠাদিবসে  উপস্থিত কর্মী সমর্থকদের মাঝে পার্টির অতীতের ইতিহাস তুলে ধরেন বক্তারা।এদিনের হল সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক।