কৈলাসহরের বনধের প্রভাব পড়েনি,

Oct 24, 2025

কৈলাসহরের বনধের প্রভাব পড়েনি,

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   তিপ্রাসা সিভিল সোসাইটির উদ্যোগে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ২৪ ঘন্টার বনধ ডেকেছে গোটা রাজ্যে। রাজ্যের অন্যান্য জায়গায় বনধের প্রভাব পড়লেও কৈলাসহরের বনধের প্রভাব পড়েনি, যদিও প্রতিদিনের তুলনায় আজ যান চলাচল একটু কম রয়েছে, পাশাপাশি দূর পাল্লার গাড়িগুলা যায়নি। কৈলাসহর চিনিবাগান নাগা পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী, খবর লেখা পর্যন্ত পিকেটাররা পিকেটিং নিয়ে বের হয়নি কৈলাসহর মহকুমায় এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক।