ঊনকোটি জেলার জেলা ভিত্তিক মাসকা ৮.০ এর শুভ সূচনা

Oct 25, 2025

ঊনকোটি জেলার জেলা ভিত্তিক মাসকা ৮.০ এর শুভ সূচনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  সমস্ত রাজ্যের সাথে ঊনকোটি জেলার জেলা ভিত্তিক মাসকা ৮.০ এর শুভ সূচনা করা হয়েছে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে।    এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস , কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন শ্রীমতি চপলা দেবরায়, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডঃ তমাল মজুমদার,জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক শ্রী বিদ্যাসাগর দেববর্মা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রী শীর্ষেন্দু চাকমা সহ আরো অনেকেই।   প্রথমেই অতিথিদের উত্তরীয় ও বেইজ পড়িয়ে বরণ করা হয়, এরপর প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।     এই অনুষ্ঠানটি ২৪/১০/২০২৫ ইং থেকে শুরু করে চলবে আগামী ০৬ /১১ /২০২৫ ইং পর্যন্ত অর্থাৎ ১৬দিন। এই অভিযানে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ,স্বাস্থ্যকর্মী ও জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় সম্পন্ন করা হবে।০ থেকে ১৯ বছরের সমস্ত ছেলে-মেয়েকে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য শৈশব স্বাস্থ্য কৈশোর অভিযান এর আওতায় নিয়ে আসা। এই অভিযানে মোট ১৩ রকমের ঔষধ ও ভ্যাকসিন থাকবে। যা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। আজ ৫ জন শিশুকে আনুষ্ঠানিকভাবে ঔষধ দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা স্বাস্থ্য দপ্তর এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর।