রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সাংবাদিক শারদ গৌরব সম্মাননা

Oct 25, 2025

রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সাংবাদিক শারদ গৌরব সম্মাননা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, গোমতী জেলা কমিটির উদ্যোগে আগামী ২৬ অক্টোবর বিকেল তিনটায় রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সাংবাদিক শারদ গৌরব সম্মাননা – ২০২৫”। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা কমিটির পারফরম্যান্সের ভিত্তিতে এই জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজক কাছ থেকে জানা যায়, গোমতী জেলার বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনজাতি সম্প্রদায়ের পারম্পরিক পূজা উদযাপন কমিটিগুলিকে এই পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়াও উপস্থিত থাকবেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিকবৃন্দ, এবং ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সন্তোষ গোপ।   অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গোমতী জেলা কমিটির কার্যকরী সভাপতি তাপস মজুমদার। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুগ্ম আহ্বায়ক তনয়দীপ রায় ও বিটু মজুমদার জানান, জেলার জনজাতি সম্প্রদায়ের বেশ কয়েকটি দুর্গাপূজা উদযাপন কমিটিকেও সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের গোমতী জেলার সম্পাদক রতন দে, কার্যকরী সভাপতি তাপস মজুমদার। অনুষ্ঠানে স্থানীয় খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সাংবাদিক মহল ও জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিমধ্যেই এই সম্মাননা অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ ও প্রত্যাশার পরিবেশ সৃষ্টি হয়েছে।