নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ীর রামরাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের জন্য গনত্রান্তিক পদ্বতিতে আন্দোলন করতেগিয়ে বাইখোড়া থানার পুলিশের হাত আক্রান্ত হয় ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা স্কুলের পোষাকে থাকার পরেও বিদ্যলয়েগিয়ে তাদের উপর হাততুলেছে বাইখোড়া থানার পুলিশ এমনটাই অভিযোগ। বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাসের নেতৃত্বে থানার এ এস আই মরন বৈদ্য এইধরনের কাজকরেছে বলে অভিযোগ। ছাত্র ছাত্রীদের উপর এইধরনের আক্রমনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জরিতদের কঠোর শাস্তি দাবীকরে শুক্রবার দক্ষিন জেলার অতিরুক্ত পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশ প্রদানকরেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্যস্তরের নেতৃত্বরা।