নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দমকল কর্মীর কাছ থেকে জানা যায়, আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ফোন মারফত দমকল দপ্তরে খবর আসে, পুলিশ রিজার্ভ লাইনের কাছাকাছি এলাকায় একটি বাইক দুর্ঘটনা ঘটে। সেই খবর পাবার পর দমকল কর্মীরা সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায় দুই যুবক রাস্তার পাশে বাইক নিয়ে পড়ে আছে। সেখান থেকে আহত দুই যুবককে উদ্ধার করে দমকল কর্মীরা ধর্মনগর জেলা হাঁসপাতালে নিয়ে আসে। দমকল কর্মীর কাছ থেকে দুই যুবকের পরিচয় পাওয়া যায়। একজন প্রীতম দেববর্মা, বয়স ১৯, বাড়ি মনু এবং অপরজন রাজিব গৌড়, বয়স ১৭, বাড়ি হাফলং এ। দমকল কর্মীর কাছ থেকে আরো জানা যায়, দুই যুবক স্বীকার করেন তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।