নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুর বেলা কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্যী। বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে জানান বিগত কিছুদিন পূর্বে বাংলাদেশী দুই ব্যক্তি এসে ভারতে প্রবেশ করেছে, এবং ওরা ভারতের ডকুমেন্ট তৈরি করেছে আর তাতে সাহায্য করেছে BJP দল। অন্যদিকে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেন, এবং তিনি জানান মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা আদালতে বিচারাধীন রয়েছে, তিনি এও জানান আগামী কিছুদিনের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করবে মন্ত্রীর বিধানসভা এলাকার কিছু লোক।