নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ৭ই নভেম্বর সকাল সাত ঘটিকায় পানিসাগর মহকুমা প্রশাসন ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় সর্দার ভল্লভ ভাই পেটেল এর ১৫০ তম জন্ম দিবস উদযাপন সহ বন্দেমাতরম সংগীত এর ১৫০ তম বৎসর পূর্তী উদযাপন উপলক্ষে একতা দিবস উদযাপন অনুষ্ঠান।এই মর্মে সকাল সাত ঘটিকায় চামটিলা বিলথৈ স্থিত পার্কিং এলাকা থেকে পানিসাগর মোটরস্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত হয় সুসজ্জিত একতা রেলী।পতাকা নারিয়ে উক্ত একতা রেলীর শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেব্বর্মা,বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস,নিরুপম দেব,ধনঞ্জয় দাস সহ পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলারগন।উক্ত সুসজ্জিত রেলীতে অংশ গ্রহণ করেন পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তরের অধিনস্থ টি,ইউ,এল,এম এর স্বসহায়ক দলের মহিলা,পানিসাগর শারিরশিক্ষন মহাবিদ্যালয়ের ছাএছাএি,পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাএ ছাএি,দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাএ ছাএি,পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে ছাএ ছাএি,পানিসাগর নগর পঞ্চায়েতের সাফাই কর্মী,অঙ্গনওয়ারি কর্মী,পানিসাগর ব্যাবসায়ী সমিতির সদস্যরা সহ পানিসাগরের সংস্কৃতি মনস্ক জনগন।রেলীটি দীর্ঘ প্রায় চার কি,মি পথ পায়ে হেটে পানিসাগর মোটরস্যান্ড এ এসে সংক্ষিপ্ত অনুষ্টানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।উক্ত অনুষ্টান কে ঘিরে পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে কৃতি ছাএ প্লাবন দেব নাথ কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।জানা গেছে প্লাবন মিগত মাধ্যমিক পরিক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে গোটা পানিসাগর মহকুমাকে গৌরবান্বিত করছে।পাশাপাশি চিএাঙ্কনে তার মেধা অপরিসীম।আজকের এই রেলীতে মাএ চার দিন সময়ের বিনিময়ে সর্দার বল্লভ ভাই পেটেল এর আবক্ষ মর্মর মুর্তী তৈরি করে সকল কে তাক লাগিয়ে দেয়।পাশাপাশি নগর পঞ্চায়েতের দুজন কর্মীকে সংবর্ধনা জ্ঞাপন করাহয়।জানা গেছে গোটা পানিসাগর নগর পঞ্চায়েত এলাকা জোরে সকপিট তৈরী তে তাদের ভূমিকা ছিলো অপরিসীম,তাই তাদের কে সংবর্ধিত করা হয়।পরিশেষে সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র রচিত বন্দে মাতরম সঙ্গীত এর ১৫০ বৎসর পুর্তিকে ঘিরে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনা।মোটরস্যান্ডে অনুষ্টান সমাপ্তি শেষে পানিসাগর নগর পঞ্চায়েত কার্যালয় অনুষ্ঠিত হয় বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনা।পানিসাগর মহকুমা প্রশাসন ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একতা দিবস উদযাপন কে ঘিরে গোটা পানিসাগর জোরে দোশাত্মবোধ জাগ্রতের আবাস পরিলক্ষিত হয়।