নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যে উন্নয়নের সুর বাজছে— কিন্তু মাঠের বাস্তবতা যেন অন্য গল্প বলছে।এমনই এক ঘটনা সামনে এলো তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের অন্তর্গত ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের কৃষিপ্রধান এলাকায় এক বিতর্ক ঘনীভূত হচ্ছে রাস্তা সংস্কারকে ঘিরে। এলাকাবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে অবশেষে বিজেপি সরকারের উদ্যোগে বহু প্রতীক্ষিত ওই গ্রামের সংযোগ রাস্তাটির মেটালিং ও কার্পেটিংয়ের কাজ শুরু হলেও, কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ের একাংশ বিজেপির তোল্লাবাজ কর্মীর হস্তক্ষেপে সেই সরকারি কাজটি এখন বাধাপ্রাপ্ত হচ্ছে। সংবাদে জানা যায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন ব্রহ্মছড়া কৃষি ফার্ম সংলগ্ন বাঙালি পাড়ার রাস্তাটি সেই বাম জামানা থেকে উপেক্ষিত হয়ে আছে। সেই সময় বারবার এলাকাবাসীদের পক্ষ থেকে বার বার ওই রাস্তা সংস্কারের দাবি জানালেও তাতে পাত্তা দেয়নি বিগত সরকার।বর্তমানে গ্রামবাসীদের দাবি মেনে প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকার প্রকল্পে জৈনক ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের দাবি পূরণের আশায় গ্রামের মানুষ যখন স্বস্তির নিশ্বাস ফেলছেন, ঠিক তখনই বিজেপির কৃষ্ণপুর মণ্ডলের প্রায় কুড়িজন কর্মী শুক্রবার হঠাৎ বাইক নিয়ে এসে সেই কাজ বন্ধের নির্দেশ দেন। তাদের বক্তব্য হচ্ছে প্রথমে ঠিকাদারকে মণ্ডল কার্যালয়ে দেখা করতে হবে এবং মন্ডল থেকে নির্দেশ আসলে তবেই কাজ এগোবে না হলে কাজ বন্ধ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এবং গ্রামবাসীরা এর তীব্র প্রতিবাদ জানায়।বিক্ষুব্ধ গ্রামবাসীরা সাফ জানিয়েছেন,সরকারি উন্নয়নের কাজে রাজনৈতিক জটিলতা বরদাস্ত করা হবে না। তাঁদের বক্তব্য, “এই রাস্তা শুধু পথ নয়— আমাদের জীবিকা, আমাদের ফসলের প্রাণরেখা।