বন্য দাঁতাল হাতির দলের তাণ্ডবে বিপাকে পড়েছেন কৃষকরা

Nov 07, 2025

বন্য দাঁতাল হাতির দলের তাণ্ডবে বিপাকে পড়েছেন কৃষকরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বেশ কিছুদিন ধরেই দক্ষিণ ঘিলাতলীসহ পার্শ্ববর্তী এলাকায় বন্য দাঁতাল হাতির দলের তাণ্ডবে বিপাকে পড়েছেন কৃষক ও রাবার চাষীরা। রাতের অন্ধকারে দলবদ্ধভাবে লোকালয়ে ঢুকে এসব হাতি সবজি ক্ষেতের পাশাপাশি রাবার বাগানের গাছ ভেঙে নষ্ট করছে। স্থানীয় চাষী মরণ সরকারের অভিযোগ, গত ২০–২৫ দিনে প্রায় ২৩টি পূর্ণবয়স্ক রাবার গাছ সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে হাতির দল। তিনি আরও জানান, বনের খাবার কমে যাওয়ায় হাতির দল গুলো এখন খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ছে। কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি তুলেছেন—ক্ষতিপূরণ ও হাতির আক্রমণ রোধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।