Nov 08, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩৫ মিনিট নাগাদ বেতাগা বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ বি ৭৮৯৭ নাম্বারের বাইক দুর্ঘটনার কবলেপরে। এতেকরে বাইকচালক লক্ষীছড়ার বাসিন্দা রাহুল ত্রিপুরা ( ২৭ ) গুরতর আহতহয়। দুর্ঘটনার খবরপেয়ে দ্রুততারসহিত ঘটনাস্থলে ছুটেযায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসাপ্রদানে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। দুর্ঘটনার সঠিক কারন জানাযায়নি। প্রাথমিকভাবে ধারনা করাহচ্ছে দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিককারন জানতে তদন্তে নেমেছেপুলিশ।
Copyright ©2025 | News Tripura