ধর্মনগর মহকুমার বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

Nov 14, 2025

ধর্মনগর মহকুমার বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ধর্মনগর মহকুমার বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। স্থানীয় বিধায়ক যাদব লাল দেবনাথের সক্রিয় উদ্যোগে  ভূমিকা পালনের ফলে।  দুর্গাপুর রেলগেইট এলাকায় প্রতিদিন  যানজট সমস্যা তৈরি হয়  সমাধানে উড়ালপুল নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে এগোচ্ছে। বৃহস্পতিবার বিধায়ক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্রকল্প এলাকা পরিদর্শন করার পর এই খবরে সিলমোহর পড়েছে। দুর্গাপুর এলাকার এই রেলওয়ে লেভেল ক্রসিংটি দিনে বহুবার বন্ধ থাকায় ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষু রোগী ও পথ চলতি মানুষ দুর্ভোগে পড়তেন সকলেই। এই সমস্যা সমাধানে বিধায়ক যাদব লাল দেবনাথ গত মে মাসে দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উড়ালপুল নির্মাণের দাবি জানান। এরই ফলস্বরূপ কেন্দ্রীয় রেল মন্ত্রক সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে যে, উড়ালপুলটির বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ দ্রুত শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে অনাপত্তি সনদ চাওয়া হয়েছে। পরিদর্শন শেষে বিধায়ক বলেন, জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে আমি রেলমন্ত্রীর কাছে গিয়েছিলাম। উড়ালপুলটি ফোর লেনের করার প্রস্তাব দিয়েছি, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। আশা করছি, এক বছরের মধ্যেই আমরা চূড়ান্ত অনুমোদন পেয়ে যাব। বিধায়কের এই উদ্যোগে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হওয়ায় খুশির হাওয়া ধর্মনগর জুড়ে।