ফটিকরায়েও বিজয় মিছিল করে বিজেপি

Nov 15, 2025

ফটিকরায়েও বিজয় মিছিল করে বিজেপি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   বিহারে বিধানসভা ভোটের ফলাফলে জয় পেয়েছে এনডিএ জোট। স্বাভাবিকভাবেই জয়ের আনন্দে উচ্ছ্বসিত দেশের গেরুয়া শিবির। বিহারের ফলাফলে ত্রিপুরাতেও খুশির লহর পদ্ম শিবিরের নেতাকর্মীদের মধ্যে। বিহার জয়ের আনন্দে শুক্রবার ত্রিপুরাতেও দলীয় নির্দেশে একযোগে প্রতিটি মন্ডলে বিজয় মিছিল সংগঠিত করলো শাসক দল বিজেপি। জয়ের আনন্দে এদিন ঊনকোটি জেলার ফটিকরায়েও বিজয় মিছিল করে বিজেপি। দলের ফটিকরায় মন্ডলের উদ্যোগে হয় মিছিল। নেতৃত্বে ছিলেন ত্রিপুরার মন্ত্রী তথা ফটিকরায় এলাকার বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপি ফটিকরায় মন্ডলের সভাপতি তরুণ কুমার দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন দলীয় অফিসের সামনে থেকে কর্মী সমর্থকদের তেজদ্বীপ্ত মিছিল বেরিয়ে পরিক্রমা করে ফটিকরায়ের বিভিন্ন পথ। মিছিল শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস বলেন, বিহার নির্বাচনের ইতিহাসে এটা সর্ববৃহৎ জয় এনডিএ জোটের। তিনি বলেন এটা ভারতীয় জনতা পার্টির জন্য ঐতিহাসিক বিজয়। বাম কংগ্রেস দলকে এদিন কটাক্ষ করে মন্ত্রী বলেন, এই নির্বাচনের ফলাফল বুঝিয়ে দিয়েছে মানুষ উন্নয়নের সাথে রয়েছে। বিরোধীদের অপপ্রচার কিংবা দেশের সংস্কৃতির বিরোধীদের সমর্থন করেনা মানুষ। এই জয়ের জন্য দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেও এদিন প্রত্যয়ের সঙ্গে জানালেন মন্ত্রী।    সুধাংশু দাস বলেন, বিহারের এই জয়ে ত্রিপুরার কর্মী সমর্থকেরাও উজ্জীবিত হয়েছেন।  তিনি বলেন, ত্রিপুরায় বামেদের যে কয়েকটি আসন রয়েছে সেগুলিও আগামীদিনে নিশ্চিহ্ন হবে এবং দ্রুত কংগ্রেস দল‌ও একটি আঞ্চলিক দলে পরিণত হবে বলে এদিন উদাত্ত কন্ঠে জানালেন মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরাকে উচ্চ শিখরে নিয়ে গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে এদিন ফের সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।